সরকার নির্ধারিত সময় বেঁধে দিলেও মানছে না অসাধু আম ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বাজারে নিরাপদ ও পরিপক্ব আম নিশ্চিত করতে এবারও গাছ থেকে আম নামানোর সময় বেঁধে দিয়েছে প্রশাসন। নির্ধারিত তারিখের আগে আম বাজারে পেলেই ব্যবস্থা নেবে প্রশাসন। এমন নির্দেশনা দিলেও রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর এলাকায় নির্ধারিত ২৫ তারিখের আগেই লক্ষণভোগ/লখনা আম নামানোর মহাউৎসব শুরু করেছে কিছু অসাধু আম ব্যবসায়ীরা।
সোমবার (২৩ মে) সকাল ১১ টায় সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাবাসপুর এলাকায় একটি বাগানে সরকার নির্ধারিত সময় বেঁধে দেওয়ার আগেই লখনা আম নামাচ্ছে। জানা যায়, ওই আম ব্যবসায়ী মনিগ্রাম এলাকার মোঃ মালেক হোসেন।
এলাকার সচেতন মহল বলছেন, কিছু অসাধু আম ব্যবসায়ীরা বেশি দামে বিক্রির লোভে এসব আম নির্ধারিত সময়ের আগে গাছে থেকে নামাচ্ছে । এতে এক দিকে সুনামধন্য বাঘার আমের সুনাম নষ্ট হচ্ছে অন্যদিকে কেমিক্যাল স্প্রে করা আম খেয়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
এ বিষয়ে সেই অসাধু আম ব্যবসায়ী মোঃ মালেক হোসেন জনবাণীকে বলেন, ‘এখানে আমার অল্প কিছু লখনা আম আছে। এই কারণে নির্ধারিত তারিখের আগে আম নামাচ্ছি। কিন্তু এই আম আগামী ২৬ তারিখে ঢাকায় পাঠাবো।’
তিনি আরও বলেন, ‘এলাকায় তো আর অনেকে লকনা আম নামাচ্ছে এবং সেই আম গুলো মোকামেও পাঠিয়ে দিয়েছে তাদের ধরেন।’
বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা জনবাণীকে বলেন, ‘সরকার নির্ধারিত সময় বেঁধে দেওয়ার আগে কেউ যদি অপরিপক্ব আম গাছ থেকে নামায় তাহলে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে এ বছর ১৭ হাজার ৯৪৩ হেক্টর জমিতে আম বাগান আছে। গত বছর ১৭ হাজার ৫৭৩ হেক্টর জমিতে আমবাগান ছিল। এবার বাগান বেড়েছে ৩৭৩ হেক্টর জমিতে।
এ বছর হেক্টরপ্রতি ১১ দশমিক ৯ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জিত হলে জেলায় এ বছর মোট দুই লাখ ১৯ হাজার মেট্রিক টন আম উৎপাদন হবে। তবে খরার কারণে এবার আমের ফলন কমে যাওয়ার আশঙ্কা আছে।
এসএ/