আদালতে নর্থ সাউথের চার ট্রাস্টি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টিকে ঢাকা আদালতে হাজির করা হয়েছে।
সোমবার (২৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস এর আদালতে তাদের হাজির করে শহবাগ থানা পুলিশ।
ওই চার ট্রাস্টি হলেন, রেহানা রহমান, এম এ কাশেম, মোহাম্মদ শাহজাহান ও বেনজীর আহমেদ।
এরআগে অর্থ আত্মসাতের মামলায় আগাম জামিনের আবেদন খারিজ করে গতকাল রোববার তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ।
এসএ