ঘোড়াঘাটে বোরো ধানের বাম্পার ফলন, দর পতনের শঙ্কায় কৃষকেরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দিনাজপুরের ঘোড়াঘাটে যতদুর চোখ যায় শুধু ধান আর ধান। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠকে মাঠ বাতাসে দোল খাচ্ছে কৃষকের চাষ করা বোরো ধান। বাম্পার ফলন সহ সবকিছু ঠিক থাকলেও গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারনে বোরো ধানের দর পতনের আশঙ্কাও করছে চাষীরা। বৈরী আবহাওয়ার কারনে শ্রমিক সংকট দেখা দিলেও অনেকেই আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ধান কেটে নিচ্ছে।
উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে প্রতি ৫০ শতক বিঘায় জমির ধান কাটা ও মাড়াই বাবদ ৮ হাজার টাকা শ্রমিকে এবং হারভেষ্টার দিয়ে কাটা মাড়াই বাবদ ৫-৬ হাজার টাকা দিতে হচ্ছে। বাজার দর পতন ঘটলে কৃষকদের বোরো চাষে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলার বোরো চাষীদের কথা বলে জানা যায়, বাজার দর পতনের ১ সপ্তাহ পূর্বেও প্রতি মন চিকন জাতের ধান সাড়ে ৮ শত থেকে ৯ শত টাকা দরে এবং মোটা জাতের ধান ৮শত থেকে সাড়ে ৮ শত টাকা দরে বিক্রি হয়েছে। অথচ ১ সপ্তাহের ব্যবধানে দরপতন হয়ে প্রতি মন চিকন জাতের ধান ৭৫০ থেকে ৮২০ টাকা দরে এবং মোটা জাতের ধান ৭০০ থেকে ৭২০ টাকা দরে বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার জনবাণীকে জানান, ১২ হাজার ১ শত ৯৮হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও চলতি মৌসুমে বোরো চাষ হয়েছে ৯ হাজার ১ শত হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় ৪ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭ হাজার ৩ শত মেট্রিক টন। সরকারি ভাবে খাদ্য গুদাম গুলোতে ধান ক্রয় শুরু করা হলে বাজার পতনের সম্ভাবনা নাই। তবে গত কয়েক দিনে বৈরী আবহাওয়ার কারনে চাষীদের ঘরে ধান তুলতে মজুরী মূল্য বেশি দিয়ে শ্রমিক নিয়ে কাজ করতে হচ্ছে।
এসএ/