৫ জুন থেকে সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা ( এন এন এস) এর সার্বিক ব্যবস্থাপনায় আগামী ৫ জুন রবিবার থেকে ৮ জুন বুধবার পর্যন্ত ৪ দিনব্যাপি দেশব্যাপী “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” উৎযাপিত হবে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের ১ লক্ষ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের ২ লক্ষ আইইউ মাত্রার একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
দেশের সকল ইপিআই কেন্দ্র এবং স্থায়ী স্বাস্থ্য কেন্দ্র সমূহে ৪ দিন ক্যাম্পেইন পরিচালিত হবে। নির্ধারিত ইপিআই সিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের (পুরাতন) ৮টি সাব-ব্লকে সপ্তাহের ৪ কর্মদিবসে নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে স্বাস্থ্য সহকারি, পরিবার কল্যাণ সহকারি ও স্বেচ্ছাসেবী কর্তৃক উদ্দিষ্ট শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তাছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায়ও ইপিআই কেন্দ্রসমূহে এই কার্যক্রম পরিচালিত হবে।
একই সাথে কেন্দ্রে আগত শিশুদের পিতা-মাতা বা অভিভাবকগনকে পুষ্টি বিষয়ক বার্তা প্রদান করা হবে।
কোভিড-১৯ মহামারী প্রাদুর্ভাবের কারণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি (মাস্ক পরিধান করা, সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার) সুনিশ্চিত করা হবে।
এই ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রত্যয়ের অংশ হিসেবে ‘রিয়েল টাইম’ এ্যাপ-এর মাধ্যমে মনিটর করা হবে। উল্লেখ্য সারাদেশে মোট ২ কোটি ২০ লক্ষেরও অধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
ভিটামিন ‘এ’ শিশুর অন্ধত্বজনিত রোগ প্রতিরোধ করে, রোগ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়া ও হামের জটিলতা এবং মৃত্যুঝুকি কমায়। তাই আপনার শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে ও অন্ধত্ব প্রতিরোধে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান।
ভিটামিন এ ক্যাপসুল সরকার অনুমোদিত ও গুণগত মানসম্মত। তাই এটি নিশ্চিন্তে শিশুকে খাওয়ানো যায়।
আর এস/ ওআ/