উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বার কাউন্সিল নির্বাচন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে বার কাউন্সিল নির্বাচন

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ২০২২-২৪ সেশনের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে ৭৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। 

বুধবার (২৫  মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চলছে ভোট গ্রহন। নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার লক্ষ করা যাচ্ছে। 

ঢাকা বারের আইনজীবী এ্যাড. তোফাজ্জল হোসেন বলেন, ভোট দিয়েছি এই নির্বাচন আইনজীবীদের নেতা বাছাই করার নির্বাচন। যে সকল নেতারা নির্বাচীত হবেন তারা সকল আইনজীবীদের পাশেথেকে তাদের সুখ দুঃখের সাথি হবেন এটাই প্রত্যাশা।

নির্বাচনে সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ সাদা প্যানেল) প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদল, অ্যাডভোকেট মো. খসরুজ্জামান, অ্যাডভোকেট নজরুল ইসলাম খান, অ্যাডভোকেট মো. রবিউল আলম (বুদু) ও অ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা)।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। এ ছাড়া অঞ্চলভিত্তিক সাতটি গ্রুপ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকা অঞ্চলের গ্রুপ-এ জন্য অ্যাডভোকেট আব্দুল বাতেন; 

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ঢাকা অঞ্চলের জন্য  গ্রুপ-এ অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মিয়া।

জি আই/