‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সামনে রেখে উপড়ে ফেলা হবে সাম্প্রদায়িকতার শেকড়’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনা সামনে রেখে উপড়ে ফেলা হবে সাম্প্রদায়িকতার শেকড়’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা সামনে রেখে শেখ হাসিনার নেতৃত্বে উপড়ে ফেলা হবে সাম্প্রদায়িকতার শেকড়।

বুধবার (২৫ মে) জাতীয় কবির ১২৩ তম জন্মবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হওয়াতে সারাদেশের মানুষ খুশি। সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার পর সবখানে সাজ সাজ রব। বিএনপি নেত্রী বলেছিলেন, পদ্মা সেতু হবে না। তিনি এখনও বেঁচে আছে। আল্লাহ তার হায়াত দান করুক। তিনি নিশ্চয়ই শুনেছেন পদ্মা সেতু হয়ে গেছে। কাজ শেষ। শুধু উদ্বোধনের অপেক্ষা। তাই বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা। কারণ তাদের কোনও উন্নয়ন নেই। তাদের আছে শুধু হাওয়া ভবন এবং ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কেলেঙ্কারি।

কাদের আরও বলেন, অপেক্ষা করুন, সামনে আসছে তরুণ প্রজন্মের ড্রিম প্রোজেক্ট মেট্রোরেল। চট্টগ্রামেও ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে একমাত্র টানেল। শেষ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল। আর কত দেখবেন? নিজেদের তো দেখানো কিছু নেই।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদও। এছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন কবি পরিবারের সদস্যরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। বুধবার ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে নজরুল সমাধিসৌধে শ্রদ্ধা জানান আরও অনেকেই। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও। 
জন্মদিন উদযাপনে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

ওআ/