সোনালী ব্যাংকের সাবেক এমডিসহ ৯ জনকে ১০ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সোনালী ব্যাংকের এমডি ও সাত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৯ জনকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোঃ ইকবাল হোসেন এই রায় ঘোষনা করেন।
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে প্রতারণায় সহযোগিতার অভিযোগে সোনালী ব্যাংকের সাত কর্মকর্তা হলেন, এমডি এবং সিইও হুমায়ন কবীর, ডিএমডি মাইনুল হক, ডিজিএম আলতাফ হোসেন, ডিজিএম মো. সফিজ উদ্দিন আহমেদ, এজিএম মো. কামরুল হোসেন খান, জিএম ননী গোপাল নাথ, এজিএম সাইফুল হাসান। এছাড়াও প্যারাগন নীট কম্পোজিট লিমিটেড এর এমডি মো. সাইফুল ইসলাম রাজা, পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ২৭,৫০,৬৮১ টাকা অর্থদন্ড যা দন্ডিত প্রত্যেকের নিকট থেকে সমহারে রাষ্ট্রের অনুকূলে আদায়যোগ্য হবে। সোনালী ব্যাংকের ডিজিএম আজিজুর রহমান মৃত্যুবরণ করায় এই মামলা হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে প্যারাগন নীট কম্পোজিট লিমিটেড এর এমডি মো. সাইফুল ইসলাম রাজা, পরিচালক আব্দুল্লাহ আল মামুন, সোনালী ব্যাংকের এমডি এন্ড সিইও হুমায়ন কবীর, জিএম ননী গোপাল নাথ ও এজিএম সাইফুল হাসান পলাতক রয়েছেন।
এসএ/