বৃদ্ধাকে খুনের অপরাধে ভেড়ার ৩ বছরের কারাদণ্ড!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বৃদ্ধাকে খুনের অপরাধে ভেড়ার ৩ বছরের কারাদণ্ড!

অন‍্যায় বা অপরাধ করলে শাস্তি হয় মানুষের। পশুর অপরাধকে বিবেকহীন জানোয়ার বলে আমাদের দেশ বা বিভিন্ন দেশে দুর্ঘটনা বলে এড়িয়ে যায়। কিন্তু এক বিরল ঘটনা দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে। খুনের অপরাধে একটি ভেড়াকে ৩ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। 

কারাদন্ড প্রাপ্ত ভেড়ার বিরুদ্ধে এক বৃদ্ধা নারীর ওপর হামলা ও মাথা দিয়ে আঘাত করে খুন করার অভিযোগে শাস্তি দেওয়া হয়। শুধু ভেড়াকে কারাদন্ডই নয়, নিহত বৃদ্ধার পরিবারকে ক্ষতিপূরণ দিতে ও ভেড়ার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির রুম বেক শহরের একটি স্থানীয় আদালতের রায়, ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্থের পরিবারকে ৫টি গরু দিতে হবে ভেড়ার মালিককে। 

স্থানীয় এক গণমাধ‍্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সুদানের রুমবেক শহরে এ ঘটনা ঘটেছে। লেকস প্রদেশের রুমবেক পুলিশ ভেড়াটিকে নিজেদের হেফাজতে নেয়। অভিযুক্ত ভেড়াটি বৃদ্ধাকে আক্রমণ করে ও বুকে বেশ কয়েকবার মাথা দিয়ে আঘাত করে এতে তাঁর মৃত্যু ঘটে।

এসএ/