এবার কুকুর হলেন জাপানি নাগরিক!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে বিভিন্ন করমের রহস্যময়, মজার ও অবাক করা ঘটনা। তবে এবারের ঘটনাটি অনেকটা ভিন্ন রকমের। কুকুরকে ভালোবেসে নিজেকেই কুকুরের আদলে বদলে ফেললেন জাপানের এক ব্যাক্তি। কুকুর প্রেমী সেই নাগরিক কুকুরকে এতটাই ভালবাসেন যে, লাখ লাখ টাকা খরচ করে নিজেকেই দেখতে কুকুরের মত বানিয়ে ফেলেছেন!
ঐ ব্যাক্তির নাম টোকো স্যান। ইতোমধ্যে বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অবশ্য এই ব্যক্তিকে দেখা যাচ্ছে না। ছবিগুলোতে ‘কোলি’ প্রজাতির একটি কুকুরের একাধিক ছবি দেখা যাচ্ছে। তবে ইন্টারনেট ব্যবহারকারীদের চোখ কপালে ওঠে এটি জেনে যে, এই কুকুরটিই হলেন টোকো স্যান।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘তিনি তার @toco_eevee নামের টুইটার অ্যাকাউন্টে কুকুর কস্টিউম পরা অবস্থায় নিজের ছবি শেয়ার করেছেন। বাইরে থেকে দেখতে তাকে কোনোভাবেই মানুষ বলে আলাদা করার উপায় নেই। তবে, তার এই কুকুরের মতো দেখতে কস্টিউম বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকারও বেশি। যা জাপানি মুদ্রায় প্রায় ২০ লাখ ইয়েন। লেগেছে ৪০ দিনেরও বেশি সময়। আর এ কাজে তাকে সাহায্য করেছে জিপেট (Zeppet) নামে একটি প্রফেশনাল প্রতিষ্ঠান। জিপেট ওই জাপানি নাগরিককে স্কটিশ কুকুরের জাত ‘কোলি’র মতো কস্টিউম তৈরি করে দিয়েছেন।’
এনিয়ে জাপানি টোকো বলেন, ‘আমি অনেক আগে থেকেই চতুষ্পদী প্রাণীদের ভালোবাসতাম। তার মধ্যে কুকুর আমার সবচেয়ে প্রিয়। তাই এদের সাথে মিশে গিয়ে স্বপ্নকে সত্যি করার লোভ সামলাতে পারলাম না।’
এই পোশাকের মধ্যে স্বচ্ছন্দে নড়াচড়া করতে পারেন কিনা এমন প্রশ্নে টোকো বলেন, ‘এ ক্ষেত্রে কিছু বাধা আছে, কিন্তু বেশ ভালোভাবেই নড়াচড়া যায়। তবে খুব বেশি লাফালাফি করলে এই কসটিউমের মধ্যে আমাকে আর কুকুরের মতো লাগবে না।’
এর আগে কুকুরের মতো পোশাক পরতে দেখা গেছে অনেককেই। তবে টোকোর এই পোশাকই সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে বাস্তবধর্মী পোশাক। এই পোশাকের আড়ালে একজন জলজ্যান্ত মানুষ বসে আছেন, তা বোঝা প্রায় অসম্ভব।
এসএ/