বাংলালিংকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন জেমস ও মাইলস্


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বাংলালিংকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন জেমস ও মাইলস্

অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে বেসরকারি মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের বিরুদ্ধে জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস এবং মাইলস ব্যান্ডের মানাম আহমেদ ও হামিন আহমেদের করা মামলা প্রত্যাহার করছেন তারা।

বৃহস্পতিবার (২৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ  এর আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করলে আদালত মামলা প্রতাহার করে আসামিদের খালাস দেন। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন। 

এসময় আদালতের শুনানিতে জনপ্রিয় ব্যান্ড তারকা নগর বাউল মাহফুজ আনাম জেমস এবং মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল শাফিন আহমেদ ও হামিন আহমেদ উপস্থিত ছিলেন।

মামলার চার আসামি ছিলেন- বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অ্যাস, প্রধান কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, প্রধান করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস অনিক ধর। আসামিরা সবাই জামিনে আছেন এবং আদালতে উপস্থিত ছিলেন।

আজ এই মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিলো।

এ বিষয়ে জনপ্রিয় তারকা শিল্পী জেমস এর সাথে কথা হলে তিনি বলেন, বাংলালিংক এর সাথে আমরা সমঝোতা করে নিয়েছি। তারাও আমাদের দাবি মেনে নিয়েছেন যে কারণে আমরা মামলা প্রত্যাহার করে নিয়েছি।

এর আগে, গতবছরের ১০ নভেম্বর মামলাটি দায়েরের আবেদন করেন মাইলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল শাফিন আহমেদ ও হামিন আহমেদ। এরপর আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বাংলালিংকের পাঁচ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

জানা যায়, ফোন অপারেটররা গ্রাহকদের যে সব ভ্যালু অ্যাডেড সার্ভিস দিয়ে থাকেন সেগুলোর চুক্তি হয় কনটেন্ট প্রোভাইডারের সঙ্গে।

এসএ/