চীনের দুই প্রদেশে ভয়াবহ ভূমিধস, নিহত ১৫
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চীনের দুইটি প্রদেশে ভারি বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ১০ হাজার মানুষ। ফুজিয়ান ও ইউনান প্রদেশের প্রায় দুই হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ভয়াবহ এ ভূমিধসে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ১৪ হাজার বাসিন্দা।
বিবিসির বরাত শুক্রবার (২৭ মে) চীনের ফুজিয়ান ও ইউনান প্রদেশে প্রবল বৃষ্টিতে ভূমিধসে দুটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটে। এতে দুটি প্রদেশে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নিখোঁজও রয়েছেন অনেকে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়।
গত বছর চীনে বিধ্বংসী বন্যায় অন্তত ৫৬০ জনের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হন দেশটির বিভিন্ন অঞ্চলের পাঁচ কোটি ৯০ লাখের বেশি মানুষ।
২০২১ সালের নভেম্বরে এক সংবাদ সম্মেলনে চীনের জরুরি ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী ঝোও ঝুয়েন জানান, চীনে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বন্যায় পাঁচ কোটি ৮৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে ৫৯০ জন নিহত ও কিংবা নিখোঁজ হয়েছেন।
এ ছাড়াও ৩৫ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। ঝোও ঝুয়েন বলেন, বন্যায় দুই লাখ তিন হাজার বাড়িঘর ধসে পড়েছে। এতে তিন হাজার ৭৬০ কোটি মার্কিন ডলারের সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসএ/