যৌতুক দিতে না পরায় ২ গর্ভবতী গৃহবধূসহ ৫ জনকে খুন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


যৌতুক দিতে না পরায় ২ গর্ভবতী গৃহবধূসহ ৫ জনকে খুন

মর্মান্তিক চাঞ্চল্যকর ঘটনা ঘটল ভারতের রাজস্থানে সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। গত বুধবার থেকে নিখোঁজ তিন বোনের দেহ উদ্ধার হল শ্বশুর বাড়ির সন্নিকটের কুয়া থেকে। ওই কুয়া থেকেই উদ্ধার হয়েছে বড় বোনের ৪ বছর ও ২২ দিনের দুই সন্তানের দেহ। অন‍্য দুই গৃহবধূ ও গর্ভবতী ছিল। এই ঘটনায় শ্বশুর বাড়ির সদস‍্যদের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্তে নেমেছে পুলিশ। 

মৃত তিন গৃহবধূর বাবার অভিযোগ, যৌতুকের জন‍্য অত‍্যাচার চালাত তাঁর তিন মেয়ের স্বামীসহ পরিবারের সদস‍্যরা। তিন মেয়েকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে দাবি বাবার। কিছুদিন আগেই ছোটবোন কমলেশ বাবাকে ফোন করে সেই কথা জানায়ও। 

কমলেশ জানায়, ‌‘তাঁদেরকে মারধর করা হচ্ছে। প্রাণহানীর আশঙ্কা রয়েছে। এরপর ওই ব‍্যক্তি মেয়েদের শ্বশুরবাড়িতে হাজির হন। তাঁকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এমনকি বলা হয়, তাঁর মেয়েরা মারা গিয়েছে। উনি যেন এখনই বাড়ি থেকে বেরিয়ে যান।’

এরপর তাদের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অপরদিকে শ্বশুরবাড়ির কাছের কুয়ো থেকে উদ্ধার হয় তিন বোন ও দুই শিশুর দেহ। দুই শিশু বড়বোন কালুর সন্তান। একজনের বয়স ৪ বছর, অন‍্যজনের বয়স ২২ দিন। অন‍্য দুই বোন  ৭ ও ৮ মাসের গর্ভবতী ছিলেন।

পুলিশ সূত্রে প্রকাশ, ঘটনাটি রাজস্থানের জয়পুর জেলার দাদু এলাকায়। শনিবার উদ্ধার হয় মৃত তিন বোন কালু মীনা ( ২৫), মমতা মীনা ( ২৩) ও কমলেশ মীনা ( ২০) এর মৃতদেহ। একই পরিবারে বিয়ে হয়েছিল তাঁদের।  মৃতদের মধ‍্যে একজন নিখোঁজ হওয়ার আগের রাতে হোয়াটঅ‍্যাপ স্টেটাসে শ্বশুরবাড়ির নির্যাতনের  কথা জানিয়েছিল। এর থেকে মরে যাওয়া ভাল। এমন মন্তব‍্যও করেন তিনি। অভিযুক্ত শ্বশুরবাড়ির  সদস্যদের আটক করে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

এদিকে এই ঘটনায় নড়চড়ে বসেছে সমাজকর্মীরা। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিসের কবিতা শ্রীবাস্তব বলেন, পাঁচজন নয় আসলে সাতজনকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকেরা। ছোট দুই বোন ও সন্তান সম্ভাবা ছিল। দোষীদের কঠুর শাস্তির দাবি জানিয়েছেন কবিতা। 

এসএ/