জুন মাসে আসছে ১৩ ও ১৪তম দুই সেট মেট্রো রেল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মেট্রোর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে বলা হয়েছে, ১৩ ও ১৪তম সেট ট্রেন উত্তরা ডিপোতে পৌঁছানোর সম্ভাব্য সময় জুন মাসের প্রথম সপ্তাহে।
দেশের প্রথম মেট্রোরেলের ১২ সেট ট্রেন ইতিমধ্যে উত্তরার ডিপোতে পৌছেছে। এবং আগের ১২ সেট ট্রেনের ফাংশনাল টেস্ট চলছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ফেসবুক পেজে বলা হয় গত ৬ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে নবম চালানের এ দুই সেট ট্রেনবাহী জাহাজটি রওনা হয়ে ২৯ এপ্রিল মোংলা বন্দরে পৌঁছায়।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাওয়ার কথা থাকলেও প্রথম দফায় সরকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করার উদ্যোগ নিয়েছে আগামী ডিসেম্বরে। প্রথমে এ রুটে চলবে ১২ সেট ট্রেন।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে মোট ২৪ সেট ট্রেন চলবে।
জি আই/