৫০ বছর হলেই বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


৫০ বছর হলেই বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ৫০ বছর হলেই করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।

এখন পর্যন্ত ৭ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, করোনা সংক্রমণ ধাপে ধাপে বাড়ছে, ইতোমধ্যে ১৮ শতাংশে উন্নীত হয়েছে। এভাবে বাড়লে এক মাসের মধ্যে দেশের হাসপাতালে কোনো শয্যা খালি থাকবে না। করোনা রোধে সবাইকে মাস্ক পরতে হবে।

ওআ/