সীমানা পুনর্নির্ধারণে নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশন সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু হয়। এতে সিইসির পাশাপাশি চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জানা গেল ভারত সীমান্তে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয়
শুনানির শুরুতে সিইসি জানান, আইন অনুযায়ী খসড়া সীমানা প্রকাশের পর আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল। সেসব আবেদন পর্যালোচনা করা হয়েছে এবং এখন শুনানিতে যৌক্তিক বিষয়গুলো উপস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে।
প্রথম দিন কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি অনুষ্ঠিত হয়। এতে আপত্তিকারীরা তাদের আইনজীবীর মাধ্যমে মতামত তুলে ধরেন।
আরও পড়ুন: ব্যালট বক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি
ইসি সচিব জানিয়েছেন, এদিন দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২, ৩ ও ৫ আসনের শুনানি অনুষ্ঠিত হয়। বিকেলে কুমিল্লা-৬, ৯, ১০ ও ১১ আসন, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চাঁদপুর-২ ও ৩, ফেনী-৩ এবং লক্ষ্মীপুর-২ ও ৩ আসনের শুনানি অনুষ্ঠিত হয়।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার ভারসাম্য আনার জন্য গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাটের আসন চার থেকে কমিয়ে তিনটির প্রস্তাব দেওয়া হয়।
আরও পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান বৈঠকে সই হলো এক চুক্তি ও চার সমঝোতা স্মারক
এদিকে, ১০ আগস্ট পর্যন্ত আসন বিন্যাস নিয়ে মোট এক হাজার ৭৬০টি দাবি-আপত্তি ইসিতে জমা পড়ে।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যে জরুরি বার্তা জারি করেছে পুলিশের হেডকোয়ার্টার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

চীনের উদ্যোগ নয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

৩৯ সেবা পেতে বাধ্যতামূলক হলো আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ
