Logo

ব্যালট বক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ২৩:০২
33Shares
ব্যালট বক্সের হিসাব দিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যালট বক্সের হালনাগাদ তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্যালট বক্সের হালনাগাদ তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আগামী ২৫ আগস্টের মধ্যে বিস্তারিত হিসাব জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় কার্যালয়ের গুদাম খালি রাখারও নির্দেশনা এসেছে।

ইসি সূত্র জানায়, সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে ব্যবহারযোগ্য ব্যালট বাক্সের সংখ্যা যাচাই করে ২৫ আগস্টের মধ্যে নির্বাচন পরিচালনা-১ অধিশাখায় প্রতিবেদন পাঠাতে হবে।

এ ছাড়া, সংসদ নির্বাচন উপলক্ষে নতুন মালামাল সংরক্ষণের জন্য গুদামে পর্যাপ্ত জায়গা রাখতে হবে। এজন্য অনাবশ্যক জিনিসপত্র সরিয়ে ফেলার পাশাপাশি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনসংশ্লিষ্ট কেনাকাটা ইতোমধ্যে শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে সব নির্বাচনী উপকরণ সংগ্রহের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে কমিশন।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD