সেভেরোদোনেৎস্কে রক্তক্ষয়ী লড়াই, ক্ষণে ক্ষণে পরিস্থিতির পরিবর্তন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সেভেরোদোনেৎস্কে রক্তক্ষয়ী লড়াই, ক্ষণে ক্ষণে পরিস্থিতির পরিবর্তন

একশত দিন পেরিয়ে গেলেও রাশিয়া- ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি সেই শুরুর মতই। আমেরিকার দেওয়া অস্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে ইউক্রেনিয়ারা কিন্তু অগ্রাসন কমাচ্ছে না রাশিয়া। ইউক্রেনের সেভেরোদোনেৎস্কে রক্তক্ষয়ী লড়াইয়ের খবর পাওয়া গেছে। সেখানে ক্ষণে ক্ষণে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে মঙ্গলবার (৭ জুন) এ কথা জানানো হয়।

সেভেরোদোনেৎস্কের মেয়র ওলেক্সান্দ্র স্ট্রিউক বলেন, “যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি প্রতি ঘণ্টায় বদলাচ্ছে। তবে রুশ বাহিনীকে জবাব দিতে ইউক্রেনের সামরিক বহরে যথেষ্ট সংখ্যক সেনা রয়েছে। আমরা আশাবাদী, আমাদের সামরিক বাহিনীর ওপর আমাদের আস্থা রয়েছে। কাউকেই ছেড়ে দেওয়া হবে না।”

মেয়র ওলেক্সান্দ্র স্ট্রিউক বলেন, “কয়েক দিন আগে মনে হচ্ছিল, শিল্পনগরী সেভেরোদোনেৎস্কের দখল নিতে যাচ্ছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের বাহিনী এরই মধ্যে সে পরিস্থিতি পাল্টে অনেকাংশই নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে।”

গতকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‍“আমাদের বীরেরা সেভেরোদোনেৎস্কে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। শহরটির পথে পথে তুমুল লড়াই চলছে।”

এসএ/