সুস্থ থাক‌তে চাই‌লে রোগ ব্যাধি সম্প‌র্কে স‌চেতন থাক‌তে হ‌বে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সুস্থ থাক‌তে চাই‌লে রোগ ব্যাধি সম্প‌র্কে স‌চেতন থাক‌তে হ‌বে

সুস্থভা‌বে বেঁচে থাক‌তে চাই‌লে নতুন পুরাতন সব ধর‌ণের রোগ ব্যাধি সম্প‌র্কে নি‌জে‌কে স‌চেতন থাক‌তে হ‌বে এবং সমা‌জের সর্বস্ত‌রের লোকজন‌কেও স‌চেতন কর‌তে হ‌বে।

ইমাম, মুয়া‌জ্জিন, আ‌লেম ওলামা, ছাত্র শিক্ষক, সাংবা‌দিকসহ সমা‌জের পেশাজীবী প্রতি‌নি‌ধিরাই সমা‌জের সর্বস্ত‌রে এই স্বাস্থবার্তা পৌঁ‌ছে দি‌তে পা‌রেন।

সোমবার (১৩ জুন) ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পৃথক দু‌টি কর্মশালায় সি‌ভিল সার্জ‌নের প‌ক্ষে উক্ত কার্যালয়ের সি‌নিয়র মেডিকেল অফিসার ডা. ঝুমানা আশরাফী সুইটি এসব কথা ব‌লেন।

সি‌ভিল সার্জন অ‌ফি‌সের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোহাম্মদ মহসিন মিয়ার সঞ্চালনায় এই কর্মশালায় মেডিকেল অফিসার ডা. কাজী ওমর ফারুক পৃথক দু‌টি সেশ‌নে ক‌রোনা ভাইরাস, ক্যান্সার, ম্যালে‌রিয়াসহ নতুন পুরাতন রোগ সম্প‌র্কে ধারণা সম্ব‌লিত উপস্থাপনা প্রেজেন্টা‌রের মাধ্যমে তু‌লে ধ‌রেন।

ডা. কাজী ওমর ফারুক বলেন, ‍“করোনাভাইরাসের মতো নতুন রোগ অথবা ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়ার মতো পুরাণ যে কোন রোগ থেকে মুক্ত থাকতে হলে প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে। সচেতনতার কোন বিকল্প নেই। রোগ সম্প‌র্কে সম্যক ধারণা থাক‌তে হ‌বে। উপসর্গ ও এর প্রতি‌রো‌ধে করণীয় সম্প‌র্কে জান‌তে হ‌বে, অপর‌কে জানা‌তে হ‌বে।” 

তি‌নি কর্মশালায় উপস্থিত সকলকে নিজ নিজ জায়গায় এসব রোগ সম্প‌র্কে প্রচারণার মাধ্যমে সমা‌জের সর্বস্ত‌রে স্বাস্থবার্তা পৌঁ‌ছে দেয়ার আহ্বান জানান।

কর্মশালায় ঢাকা জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আ‌লেম ওলামা, স্বাস্থ্যকর্মী, ব্যবসায়ী, রাজনী‌তিক, মাদ্রাসা শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ/