রাবিতে সমন্বয়কের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫


রাবিতে সমন্বয়কের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ছবি : প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।


আরও পড়ুন: রাবি থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের



বুধবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়েছে । 


মানববন্ধনের স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সভাপতি ও রাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আমরা শপথ নিয়েছিলাম এই ফ্যাসিবাদী শাসনের বিলোপ না করে আমাদের আন্দোলন থামবেনা। আমাদের সেই ১৭ জন সহযোদ্ধাদের মধ্যে অন্যতম ছিলো নুরুল ইসলাম শহীদ। এই নুরুল ইসলামের উপর গতকালের সেই অতর্কিত হামলা প্রমাণ করে অতিসত্বর আমি, আপনি, আপনারা এবং বিপ্লবী সবার প্রতি এই হামলা ধেয়ে আসছে। যারাই নুরুল ইসলাম শহীদের উপর অতর্কিত হামলার মতো ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছে তাদের অবিলম্বে শনাক্ত করে আইনের আওতায় আনুন। শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের জন্য, চেয়ারে লোক পরিবর্তনের জন্য হাজারো ভাই জীবন দেয়নি। চেয়ারে লোক পরিবর্তনের জন্য এই গণঅভ্যুত্থান, জুলাই বিপ্লব করিনাই৷ বাংলাদেশের প্রতিটি সিস্টেম যেগুলোকে দুর্নীতি গ্রাস করে ফেলেছিল তা পরিবর্তনের জন্য অভ্যুত্থান করেছি। 


তিনি বাংলাদেশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন যারা সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলো, যারা নিজের জীবনের কথা চিন্তা না করে আন্দোলন করেছিলো তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। আর যদি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন আমরাসহ জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধারা যদি নুরুল ইসলামের মতো হামলার শিকার হয় তাহলে আপনাদের গদিও বেশিদিন টিকে থাকবেনা। আপনাদের চেয়ারের মেয়াদ আমাদের নিরাপত্তার উপর নির্ভর করছে৷ 


স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রাশেদ রাজন বলেন, ফেসবুকসহ সামজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়দেরদের উপর বিভিন্ন ধরনের হুমকি-ধামকি আসছিলো। ফ্যাসিবাদের পরিবর্তনে যারা অগ্রণী ভূমিকা রেখেছিল, যারা রাষ্ট্র সংস্কারে আন্দোলন করেছিলো তাদের উপরেই হামলার যে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছিলো তারই বহিঃপ্রকাশ গতকালের এই হামলা। সম্মুখসারির একজন সমন্বয়কের উপর হামলা রাষ্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। এই হামলার সাথে যে দুর্বৃত্তরা জড়িত রয়েছে তাদের অতি দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। 


তিনি বলেন, জড়িতদেত যদি শাস্তির আওতায় নিয়ে না আসা হয় তাহলে আগামীর যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, জবাবদিহিতা ও বিচারহীনতা বিলুপ্তির যে বাংলাদেশ তা প্রশ্নবিদ্ধ হবে। 


মানববন্ধনে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ফাহিম রেজার সঞ্চালনায় সংগঠনটির কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান, শাহীন ইসলাম, এস এম রেজুয়ান ও মাসুম বিল্লাহ বক্তব্য রাখেন। 


আরও পড়ুন: রাবিতে ধর্মগ্রন্থ আল-কোরআন পুড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ


এসময় প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের উপর দুর্বৃত্তরা হামলা চালায়। 


এসডি/