Logo

রাবি থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

profile picture
জনবাণী ডেস্ক
১৭ জানুয়ারী, ২০২৫, ০২:০৯
40Shares
রাবি থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে সর্বনিম্ন ১ জন (ইউজিসি) ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) ২ জন সদস্য নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি মানা না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 

বিজ্ঞাপন

বৃস্পতিবার(১৬ জানুয়ারি ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। 

বিজ্ঞাপন

সমাবেশে রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজিব বলেন, আজকের আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং জনতার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি তা ঢাকা কেন্দ্রিক বৈষম্য আমাদের সেই স্বপ্নে বাধা সৃষ্টি করছে। ইউজিসি ও পিএসসিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি নেই এটি অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।

মহাসড়ক অবরোধের হুশিয়ারি দিয়ে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ও গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। আমাদের ইউজিসিতে অন্তত ১ জন এবং পিএসসিতে অন্তত ২ জন প্রতিনিধি রাবি থেকে নিয়োগ দিতে হবে। এই দাবি পূরণ না হলে প্রয়োজনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. ইয়ামিন হোসেন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের লক্ষ্য ছিল দেশের সব বৈষম্য দূর করা। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হলেও গবেষণা ও অন্যান্য বিষয়ে এটি দেশের প্রথম স্থানে রয়েছে। ২০১৯-২৪ সাল পর্যন্ত সারা বিশ্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সংখ্যা সর্বোচ্চ ছিল, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় অগ্রগামী ভূমিকা নির্দেশ করে। তবে, সাম্প্রতিক সময়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ১৭-১৮ জনকে উপাচার্য ও উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলেও, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এটি স্পষ্ট বৈষম্য।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের গণবিপ্লবের পর থেকে রাবি থেকে ইউজিসি বা পিএসসিতে কোনো নিয়োগ দেওয়া হয়নি, যা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত অপমানজনক। ইউজিসি শিক্ষার মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অথচ রাবির কেউ সেখানে নিয়োগ পাননি। পিএসসির নিয়োগগুলো ঢাকা-কেন্দ্রিক হওয়ায় রাবির শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। আমরা দাবি জানাই, রাবি থেকে পিএসসিতে অন্তত ২ জন এবং ইউজিসিতে ১ জন নিয়োগ দেওয়া হোক।

বিজ্ঞাপন

তাছাড়াও কয়েকজন সমন্বয়কসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী সমাবেশে উপস্থিত ছিলেন। 

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD