শিল্পের কাঁচামাল আমদানিতে ছাড়পত্র দেবে বিএসটিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫
বিএসটিআই’র সেবা সহজীকরণ ও ব্যবসায়ীদের বন্দর জরিমানার বিষয়কে গুরুত্ব দিয়ে আমদানিকৃত শিল্প কাঁচামালের ক্ষেত্রে বন্দর খালাসে শর্তসপেক্ষে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আরও পড়ুন: সবজির বাজারে স্বস্তি, অস্বস্তিতে চাল-মুরগি-মাছের বাজার
মঙ্গলবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি পত্র জারী করা হয়েছে, বিএসটিআই জারীকৃত পত্রে বলা হয়েছে, জনগুরুত্বপূর্ণ বিবেচনায় সরকার সময়ে সময়ে এসআরও জারির মাধ্যমে ২৯৯টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভূক্ত করেছে। বাধ্যতামূলক মান সনদের আওতাভূক্ত এই পণ্যসমূহের মধ্যে আমদানি নীতি আদেশ, ২০২১-২০২৪ এর অনুচ্ছেদ ২৫(৪৮) এর বিধানমতে পরিশিষ্ট-৪ এর তালিকায় বর্ণিত মোট ৭৯ (উনআশি) টি পণ্য দেশে আমদানি করা হলে কাস্টম কর্তৃপক্ষের চূড়ান্ত শুল্কায়নের পূর্বে আমদানিকারককে বিএসটিআই হতে বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী পরীক্ষণপূর্বক ছাড়পত্র গ্রহণ এবং উক্ত ছাড়পত্রের কপি কাস্টমস কর্তৃপক্ষের নিকট দাখিলের বাধ্যবাধকতা রয়েছে।
শিল্পের কাঁচামাল সরাসরি বাজারে বিক্রয়-বিতরণ করা হয়না বিধায় বিএসটিআই'র বাধ্যতামূলক পরীক্ষণ ও ছাড়পত্রের আওতাভূক্ত শিল্পের কাঁচামাল হিসেবে আমদানিকৃত পণ্যসমূহের খালাস প্রক্রিয়া সহজিকরণের লক্ষ্যে কনসাইনমেন্ট ভিত্তিতে কিছু শর্তে সাময়িক ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিএসটিআই যেসকল শর্তে শিল্প কাঁচামালের ক্ষেত্রে বন্দর খালাসে সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তার মধ্যে রয়েছে:
আমদানিকারক প্রতিষ্ঠানকে শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহারের স্বপক্ষে উপযুক্ত প্রমাণক, কোন গোডাউনে কাঁচামাল সংরক্ষণ করা হবে তার পূর্ণাঙ্গ ঠিকানাসহ যে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি করা হয়েছে উক্ত বন্দর সংশ্লিষ্ট বিএসটিআই অফিসে কনসাইনমেন্টের অনুকূলে সাময়িক ছাড়পত্র গ্রহণের জন্য আবেদন দাখিল করা, বিএসটিআই কর্তৃক সংশ্লিষ্ট বন্দর হতে উক্ত পণ্যের নমুনা সিল করে পরীক্ষার জন্য বিএসটিআই’র সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে প্রেরণের নিমিও নমুনা জমাদান পত্র ও আমদানিমূল্যের ওপর হার অনুয়ায়ী প্রযোজ্য ছাড়পত্র ফি (অফেরতযোগ্য) পরিশোধের জন্য বিলপত্র আমদানিকারক বরাবর ইস্যু করা, আমদানিকারক বা তাঁর প্রতিনিধি সিলকৃত নমুনা বিএসটিআই’র সংশ্লিষ্ট ল্যাবরেটরিতে জমাদানের পর পরীক্ষণ ফি ও ছাড়পত্র ফি (অফেরতযোগ্য) পরিশোধের রশিদ বিএসটিআই’র সংশ্লিষ্ট কার্যালয়ে জমাদানের পর বিএসটিআই কর্তৃক উক্ত কনসাইনমেন্টের অনুকূলে সাময়িক ছাড়পত্র প্রদান করা হবে।
আরও পড়ুন: সবজির দাম কমায় স্বস্তি ফিরছে বাজারে
পণ্য পরীক্ষণের পর বাংলাদেশ মান অনুযায়ী উর্ত্তীর্ণ হলে চূড়ান্ত ছাড়াপত্র প্রদান করা হবে। তবে চূড়ান্ত ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ওয়্যারহাউজ/গোডাউনে ইনট্যাক্ট অবস্থায় সংরক্ষণ করা না হলে, ছাড়পত্র প্রাপ্তির পূর্বে মালামাল ব্যবহার করা হলে বা শিল্পের কাঁচামাল ঘোষণায় আমদানিকৃত উক্ত পণ্য বিক্রি-বিতরণ করা হলে বিএসটিআই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট আমদানিকারকের অনুকুলে সাময়িক ছাড়পত্র প্রদান করা হবে না।
এসডি/