Logo

সবজির দাম কমায় স্বস্তি ফিরছে বাজারে

profile picture
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারী, ২০২৫, ০১:৫৯
46Shares
সবজির দাম কমায় স্বস্তি ফিরছে বাজারে
ছবি: সংগৃহীত

সবজির দাম কমায় স্বস্তি ফিরছে বাজারে

বিজ্ঞাপন

কয়েক সপ্তাহ আগে ক্রেতারা স্বস্তিতে কিনতে পারছিলেন না সবজি। যা নিয়ে ক্রেতাদের অভিযোগের ছিল অনেক। তবে গত ২ থেকে ৩ সপ্তাহ ধরে বাজারে কমেতে শুরু করেছে সবজির দাম। তবে কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সেসব সবজির দাম এখনো বাড়তি যাচ্ছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজকের বাজারে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৫৫ টাকা, গাঁজার প্রতি কেজি ৪৫ টাকা, বাঁধাকপি প্রতি পিস ২৫ টাকা, ফুলকপি প্রতি পিস ২৫ টাকা, শালগম প্রতি কেজি ৩০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, ব্রুকলি প্রতি পিস ৪০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর খিলগাঁও বাজারে এসেছেন সংবাদ কর্মী জান্নাতুর রহমান। এ ক্রেতা বলেন, কিছুদিন আগেও সবজির দাম ছিল আকাশছোঁয়া, সেই তুলনায় এখন সবজির দাম কমেছে। তবে এখনো কিছু কিছু সবজির দাম বাড়তি রয়ে গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা বাপ্পি মিয়া বলেন, আগের তুলনায় সবজির দাম এখন অনেক কম। যে কারণে সবজি বিক্রির পরিমাণ বেড়েছে। আগে এক আইটেমের সবজি যদি পাঁচ কেজি বিক্রি হতো, এখন সেটা ৮-১০ কেজি বিক্রি হয়। দাম কম থাকলে ক্রেতারা কিনে স্বস্তি পায়। বিক্রির পরিমাণ বাড়ায় আমরাও লাভবান হই।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD