কেশবপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কেশবপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের কেশবপুর উপজেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ আসে। ফলে এলাকাবাসি ঘোড়দৌড় প্রতিযোগিতা ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে উপজেলার মির্জানগর সোনাতলা বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, উপজেলার মির্জানগর সোনাতলা মাঠে স্থানীয় যুব কমিটির আয়োজনে ৮টি রেসের ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় অভয়নগর উপজেলা থেকে আসা নিছার আলীর ঘোড়া প্রথম হয়। 

মির্জানগর গ্রামের ইউপি সদস্য আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য হারুন অর রশিদ, আনোয়ার হুসাইন, মনজুয়ারা বেগম, ফাতেমা সুলতানা, সাবানা খাতুন প্রমুখ।

এসএ/