টোল রোডের ফ্লাইওভারে এবার বড় ‘ফাটল’


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


টোল রোডের ফ্লাইওভারে এবার বড় ‘ফাটল’

চট্টগ্রামের বন্দর এলাকার টোল রোডের ফ্লাইওভারে এবার বড় আকারের ফাটল দেখা দিয়েছে। পুলিশ বক্স বরাবর ফ্লাইওভারের ৩৮-ই নম্বর পিলারে এ ফাটল দেখা গেছে। 

এক বছর আগে এ ফাটল দেখা দিলেও এবার বড় আকারের ফাটল ধরায় নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তাদের ধারণা ফ্লাইওভারে ভারী যানবাহন চলাচলের কারণে পিলারের কংক্রিট খসে পড়ছে। যার কারণে ফাটলের আকার বেড়ে চলেছে। 

বুধবার (১৫ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাটলের ছবি ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে নগরবাসীর মনেও।

এদিকে এ বিষয়ে  সওজ-এর নির্বাহী প্রকৌশলী পিন্টু কুমার চাকমার সঙ্গে যোগাযোগ করে কাউকেই পাওয়া যায়নি। 

উল্লেখ্য, ২০১২ সালে ৮২ কোটি টাকা ব্যয়ে নির্মিত অ্যাপ্রোচ সড়কসহ ১ দশমিক ৪২ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রামের প্রথম এই ফ্লাইওভার চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী যানবাহন কম সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছানোর জন্য নির্মিত হয়। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং চিটাগাং কন্টেইনার টার্মিনালের (সিসিটি) সঙ্গে বন্দর টোল রোডের সংযোগ ঘটিয়েছে। এই সড়কটি চট্টগ্রাম বন্দর সংলগ্ন কাস্টমস ব্রিজ থেকে ফৌজদারহাট হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে মিশেছে।  

এসএ/