এক সঙ্গে ৯ দিক থেকে আক্রমণের চেষ্টা রুশ বাহিনীর: ইউক্রেন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এক সঙ্গে ৯ দিক থেকে আক্রমণের চেষ্টা রুশ বাহিনীর: ইউক্রেন

ইউক্রেনে রুশ অগ্রাসন শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। দেশটিকে নিরস্ত্রীকরণ এবং নাৎসিমুক্ত করার কথা বলে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কের উত্তরে মূল হামলাকারী বাহিনীর সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। আর একই সঙ্গে ৯ দিক দিয়ে তারা হামলার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় সামরিক বাহিনী প্রধান।

দেশটির সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, ‍“লুহানস্ক অঞ্চলের উত্তরে মূল হামলাকারী বাহিনীর সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। আর একই সঙ্গে ৯ দিক দিয়ে তারা হামলার চেষ্টা করছে।”

দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি ঝালুজনি বলেন, “লুহানস্ক অঞ্চলের জন্য তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এক অনলাইন বার্তায় তিনি বলেন, রুশ বাহিনী প্লেন, রকেট চালিত গ্রেনেড এবং গোলা ব্যবহার করছে।”

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে রুশ বাহিনী লুহানস্ক ও ডনেস্ক অঞ্চল দখলের দিকে মনোনিবেশ করেছে।

এসএ/