পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে দুই গরুর মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে দুই গরুর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জগদীশ হাজং নামের এক কৃষকের দুইটি গরু মারা গেছে। বুধবার (১৫ জুন) বিকাল পাঁচটার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীপাড়া বারুয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী এলাকার গরু দুইটি মাঠে ঘাস খাচ্ছিলো। এমন সময় মাঠের উপর দিয়ে সিমেন্টের খুঁটিতে (ঘরের কাজে ব্যবহৃত খুঁটি) ঝুঁলানো কভার ছাড়া বিদ্যুতের তার ছিঁড়ে মাঠের পানিতে পড়ে ছিল। এতে জলাবদ্ধ বিদ্যুতায়িত পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গরু দুইটি মারা যায়।

গরুর মালিক কৃষক জগদীশ চন্দ্র হাজং বলেন, দুটি গরুর মধ্যে একটির পেটে বাচ্চা রয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া গরু দুইটির মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হবে। গরু দুইটি মারা যাওয়াতে আমার সংসারের অনেক বড় ক্ষতি হয়ে গেল।

স্থানীয় বাসিন্দা চিত্ত রঞ্জন বলেন, সিমেন্টের তৈরি বিদ্যুতের খুঁটি ব্যবহার না করে সাধারণ খুঁটি দিয়ে কভার বিহীন তার দিয়ে সংযোগ টানার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু দুইটি মারা গেছে। এখানে মানুষেরও প্রানহানির ঘটনা ঘটতে পারতো।

এ বিষয়ে ঝিনাইগাতী বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামানজিনবাণীকে বলেন, ‍“এভাবে ওই এলাকায় বিদ্যুতের সংযোগ টানা হয়েছে বিষয়টি তার জানা ছিল না। ঘটনাটি তাঁরা জেনেছেন। বর্তমানে লাইনটি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এসএ/