বৈধ পথে পাচার হওয়া বিপুল পরিমাণ মাদক উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক তল্লাশী করে বিপুল পরিমাণ ফেন্সিডিল, গাজা ও আমদানি নিষিদ্ধ পণ্য আটক করেছে পুলিশ। তবে ঘটনার সাথে জড়িত কেউ আটক হয়নি।
বুধবার (১৫ জুন) রাত ১১ টায় বন্দরের বাইপাস সড়ক থেকে বেনাপোল থানা পুলিশ এ মাদকদ্রব্য আটক করে।
নাভারণ সার্কেলের সহকারি পুলিশ সুপার জুয়েল ইমরান জনবাণীকে বলেন, “আমাদের কাছে গোপন খবর আসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বৈধ পথে বিপুল পরিমানে মাদকদ্রব বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পরে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে বন্দরের বাইপাস সড়ক থেকে ডব্লিউ বি-৭৬ এ-৫১৭৫ নাম্বার ট্রাকে অভিযান চালিয়ে ৭৪৯ বোতল ফেন্সিডিল, ১৮৬ কেজি গাজা ও আমদানি নিষিদ্ধ মেডিসিন, কসমেটিক ও বাজি পাওয়া যায়। এর আগে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় ট্রাক চালকসহ অনান্য পাচারকারীরা।”
এদিকে স্থানীয়রা জানান, বন্দরে সিসি ক্যামেরা আর বিভিন্ন সংস্থার নজরদারী এড়িয়ে বৈধ পথে ভারতীয় ট্রাক যোগে প্রায়ই ঢুকছে মাদকের বড় বড় চালান। তবে ঘটনার সাথে জড়িতরা বরাবর ধরা ছোয়ার বাইরে থাকায় কোনভাবে মাদক প্রবেশ বন্ধ হচ্ছেনা।
এসএ/