দন্ত্যচিকিৎসক বুলবুল হত্যায় আরও একজন গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজধানীতে দন্ত্যচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. রিপন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৫ জুন) বিকেলে ঝালকাঠি জেলার নলছিটি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মো. রিপন একজন পেশাদার ছিনতাইকারী। যে দলটি দন্ত্যচিকিৎসককে হত্যা করেছিল, রিপন তাদের দলনেতাও। রিপনের নামটি আসে এ ঘটনায় আগে যারা গ্রেফতার হয়েছিলেন, তাদের তথ্য থেকে এবং গ্রেফতারের পর রিপন এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মানস কুমার পোদ্দার জানান, গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছিনতাইকারীদের হাতে সংঘটিত চিকিৎসক হত্যার ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। রিপন নলছিটিতে পালিয়ে ছিলেন। তার বাড়ি ওই এলাকায়।
মানস কুমার বলেন, ‘জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছেন, বুলবুলের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিতে পাঁচ জন মিলে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেন। বুলবুলের সঙ্গে ১২ হাজার টাকা ছিল।’
জানা গেছে, বুলবুল হত্যায় আগে গ্রেফতার হওয়া চার জন হলেন— আরিয়ান ওরফে হাফিজুল ওরফে হৃদয় (৩৯), সোলায়মান (২৩), রায়হান ওরফে আপন ওরফে সোহেল (২৭) ও রাসেল হোসেন হাওলাদার (২৫)।
ওআ/