ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ময়মনসিংহে বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু

ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে তিন শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ময়মনসিংহ সদর ও নান্দাইল উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে জাহাঙ্গীর (২২) ও মৃত হোসেন আলীর ছেলে আবু বাক্কার (৩৫) এবং নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১) ও বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮)।

ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম শামসুল হক জানিয়েছেন, “দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছ ধরছিলেন স্থানীয়রা। সেখানে উৎসুক জনতার ভিড় ছিল। সে সময় বজ্রপাতে জাহাঙ্গীর ও বাক্কারের মৃত্যু হয়।”

গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের ইউপি সদস্য মো. গোলাপ হোসেন জানিয়েছেন, ‍“বৃষ্টির সময় তিন শিশু একসঙ্গে বিলে মাছ ধরতে যায়। দুপুর ২টার দিকে বজ্রপাতে তারা গুরুতর আহত হয়। দুজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।” 

এসএ/