গাজীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬০টি কক্ষ পুড়ে ছাই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাজীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬০টি কক্ষ পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে  পুড়ে গেছে দুইটি কলোনির অন্তত ৬০ টি কক্ষ । শনিবার (১৮ জুন)সকালে উপজেলার ভাতারিয়া এলাকায় বেলাল ও দুলালের  কলোনিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ওই দিন সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার ভাতারিয়া এলাকায় বেলালের  কলোনির একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে  আগুনের সূত্রপাত হয় ।  মুহূর্তেই এ আগুনের লেলিহান শিখা পার্শ্ববতি দুলালের কলোনিতে ছড়িয়ে পড়ে । 
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে মালামালসহ  দুটি কলোনির অন্তত ৬০ টি কক্ষ সম্পুর্ণ পুড়ে যায় । কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।  অগ্নিকান্ডে আনুমানিক ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে  বলে ধারনা করা হচ্ছে।

জি আই/