প্রাণ ফ্রুটো জুস পান করে একই পরিবারের ৫ জন অসুস্থ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রাণ ফ্রুটো ম্যাংগো জুস পান করে একই পরিবারের ৫ সদস্য অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দশটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে। অসুস্থ্যরা হলেন ওই গ্রামের মৃত তাড়িয়া শেখের ছেলে আবুল হোসেন (৫৪) তার স্ত্রী জাহানারা বেগম (৪৫) ভাবী নুরজাহান বেগম (৪৮) ভাতিজি রেখা মনি (১৩) এবং নাতি আরাফাত (৪)।
অসুস্থ্যদের সকলেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ্য আবুল হোসেন ও নুরজাহান বেগম জানান, রাতে বাড়ীর পাশের দোকান থেকে প্রাণ ফ্রুটো ম্যাংগো জুস কিনে এনে শিশু নাতীসহ সকলেই পান করেন। জুস পান করার কিছুক্ষন পরে প্রচন্ড মাথা ধরে তারা সকলেই অসুস্থ্য হয়ে পড়েন। বাড়ীর অন্যান্য সদস্যরা সেবা শুশ্রুশা করলেও সুস্থ্য না হওয়ায় রাতেই তাদেরকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা নেয়ার পর সকালে তাদের মাথা ধরা কিছুটা কমলেও এখনও অসুস্থ্যতা কাটেনি।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা জানান, রাতে কাশিপুর এলাকার ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর স্বজনরা জানিয়েছেন প্রাণ ফ্রুটো পান করার পর তারা মাথা ঘুরে অসুস্থ্য হয়ে পড়েছেন। সে অনুযায়ী তাদের চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা চিকিৎসকের পর্যেবক্ষনে রয়েছেন।
জি আই/