ফুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ঠে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ছেঁড়া তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে মিস্ত্রীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুন) দুপুরের দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার আ. কাদের (৭৫) ও মিস্ত্রী খলিল মিয়া (৪০)। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার রাধাকানাই ইউনিয়নের গাংবড়াইল উত্তর পাড়া গ্রামের আব্দুল কাদেরের বাড়ির বিদ্যুতের তার ছিড়ে বিলে পড়ে যায়। দুপুরের দিকে আ. কাদের স্থানীয় মিস্ত্রী খলিল মিয়াকে নিয়ে ছেড়া তার জোড়া দিতে যান।
তার জোড়া দেয়ার সময় অসাবধানতাবশত মিস্ত্রী খলিল মিয়া বিদ্যুৎস্পৃষ্ঠ হন। মিস্ত্রীকে বিদ্যুৎস্পৃষ্ঠ হতে দেখে আ. কাদের তাকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় খলিল মিয়াকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জি আই/