আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আটকে পড়া ঢাবি শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেনাবাহিনী

সুনামগঞ্জে সুরমা নদীতে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২১ শিক্ষার্থীসহ প্রায় ১০০ যাত্রীকে উদ্ধার করেছে সেনা সদস্যরা।

রবিবার (১৯ জুন) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

এর আগে ঢাবি শিক্ষার্থীসহ প্রায় ১০০ যাত্রী নিয়ে সিলেটের দিকে আসা কপোতাক্ষ-অনির্বাণ লঞ্চটি সুরমা নদীর মাঝে পৌঁছানোর পর নষ্ট হয়ে যায়। ফলে, তারা নদীতে আটকা পড়েন।

সকাল সাড়ে ১০টায় উদ্ধারকৃতদের একজন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তারেক রাহমান ফেসবুক পোস্টে লিখেন, আমরা সবাই নিরাপদে আছি এখন। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের উদ্ধার করেছে। আমরা এখন গোবিন্দগঞ্জ ক্যাম্পে অবস্থান করছি।

তিনি আরও জানান, কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিলেটের উদ্দেশে রওনা হবো।

ওআ/