টেকনাফ থেকে সাড়ে ২২ কোটি টাকার আইস উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জালিয়ার
দ্বীপ এলাকা থেকে চার কেজি ১৭৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)। এ সময় ৫০ হাজার ইয়াবাও উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক
মূল্য প্রায় ২২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার
সকালে এক সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল
শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় টেকনাফ মডেল থানায়
মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি
অধিনায়ক মোহাম্মদ ইফতেখার জানান, বুধবার ভোরে মিয়ানমার থেকে নাফনদী হয়ে মাদকের একটি
বড় চালান জালিয়ার দ্বীপ সীমান্তে প্রবেশের খবরে বিজিবির দুটি টহল দল সেখানে অভিযান
পরিচালনা করে। এতে একটি কাঠের নৌকা শূন্য রেখা অতিক্রম করে ওই এলাকা দিয়ে ঢোকার সময়
বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে ।
নৌকাটি
মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে, বিজিবি টহলদল নৌকাটি লক্ষ্য করে গুলি ছুড়ে
একে থামানোর চেষ্টা করে।
এ
সময় চোরাকারবারীরা নৌকা থেকে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়
।
ওআ/