কিশোরগঞ্জে চার উপজেলার ১০ হাজার বিদ্যুৎগ্রাহক বিদ্যুৎবঞ্চিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কিশোরগঞ্জে চার উপজেলার ১০ হাজার বিদ্যুৎগ্রাহক বিদ্যুৎবঞ্চিত

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত চার উপজেলার ১০ হাজার গ্রাহক দুইদিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। উপজেলাগুলো হলো- ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন ও করিমগঞ্জ।

কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, হাওরে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

এমতাবস্থায় শনিবার (১৮ জুন) থেকে চার উপজেলার ১৬০ কিলোমিটার  সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে ১০ হাজার বিদ্যুৎগ্রাহক বিদ্যুৎবঞ্চিত হচ্ছে। পানির উচ্চতা স্বাভাবিক হলে সঞ্চালন লাইন চালু করা হবে।

বন্যায় তলিয়ে গেছে গো-চারণ ভূমি, বিপাকে খামারিরাবন্যায় তলিয়ে গেছে গো-চারণ ভূমি, বিপাকে খামারিরা এদিকে ইটনা, অষ্টগ্রাম, নিকলী, মিঠামইন, তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার নিচু এলাকার বাড়িঘর ও দোকানপাটে পানি ঢুকেছে। গ্রামীণ সড়ক ডুবে গেছে। গবাদি পশু নিয়ে অনেকে বিপাকে পড়েছে। বন্যাকবলিত এলাকার মানুষ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছে।   

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারিভাবে এ পর্যন্ত দুই হাজার প্যাকেট শুকনা খাবার, ১৪০ টন চাল ও আড়াই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জি আই/