দুই শিশু নিয়ে নদীতে মায়ের ঝাঁপ, নিখোঁজ ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দুই শিশু নিয়ে নদীতে মায়ের ঝাঁপ, নিখোঁজ ২

গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় বীরমুক্তিযোদ্ধা রহমত আলী সেতু(বরামা সেতু) থেকে এক মা তার দুই শিশু সন্তান নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন। এসময় স্থানীয়রা এক শিশুকে উদ্ধার করলেও বাকী দুই জনের কোন খোঁজ মেলেনি। তাদের উদ্ধারে স্থানীয়রা চেষ্টা করছে।

রবিবার (১৯ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার শিশুর নাম তাহমিনা আক্তার (৯)। নিখোঁজ দুইজন হলেন আরিফা আক্তার (৪০) ও মুর্শিদা আক্তার (০৭)। 

আরিফা আক্তার কাপাসিয়া উপজেলার বিবাদীয়া গ্রামের মোহাম্মদ আলী মুন্সির মেয়ে। একই গ্রামের মৃত আব্দুল মালেকের স্ত্রী।নিখোঁজ নারীর স্বজনদের ভাষ্য, ছয় বৎসর পূর্বে পরিবারের উপার্জনক্ষন ব্যক্তি আব্দুল মালেক মারা যায়। এর পর থেকেই অনেকটা অসহায় হয়ে পড়েন তারা। ধীরে ধীরে মানসিক সমস্যায়ও পড়েন আরিফা। 

উদ্ধার শিশু তাহমিদার ভাষ্য, “তাদের দুই বোনকে জামা ও জুতো কিনে দেয়ার কথা বলে তার মা তাদের বাড়ী থেকে স্থানীয় সিংহশ্রী বাজারে নিয়ে আসেন। পরে নদীর কিনারায় এনে তাদের নিয়ে ঝাঁপ দেন।” 

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ছাবেদ আলী খান জনবাণীকে বলেন, “এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছে। উদ্ধার হওয়া শিশুটিকে তাদের জিম্মায় রাখা হয়েছে।  তারা টঙ্গীর ডুবরী দলকে খবর দেয়া দিয়েছেন। তারা আসলে উদ্ধার অভিযান শুরু হবে।”

এসএ/