বাসায় ডেকে প্রেমিকের সর্বনাশ করাই রেখার কাজ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চুয়াডাঙ্গা প্রতিনিধি: প্রেমের অভিনয় করে ডেকে নিয়ে যেত বাসায়।
এরপর ধারণ করা হয় নগ্ন ভিডিও। আদায় করা হয় মুক্তিপণ। ছিনিয়ে নেয়া হয় সাথে থাকা টাকা,
মোবাইল ফোনসহ দামী মালামাল।
প্রেমের
নামে এভাবেই অভিনব উপায়ে প্রতারণা করেন মোছা. রেখা খাতুন (৩০)।
মঙ্গলবার
(১৮ জানুয়ারি) রাতে চুয়াডাঙ্গা পৌর শহরের হাসপাতাল এলাকা থেকে এই প্রতারককে গ্রেফতার
করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
চুয়াডাঙ্গা
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, রেখা একজন প্রতারক। তিনি
প্রতারণার জন্য প্রেমের ফাঁদ পাতেন। এই প্রতারণার জন্য তার আলাদা একটি চক্রও আছে। চক্রের
বাকি সদস্যরা পুরুষ। রেখা সহজ সরল এবং অপেক্ষাকৃত বয়স্ক লোকদের সঙ্গে প্রেম করেন। এরপর
তাদের বাসায় নিয়ে আসতেন। বাসায় আসলেই চক্রের পুরুষ সদস্যরা মারধর করে তার মোবাইল ও
টাকা-পয়সা হাতিয়ে নিতেন।
এরপর
নগ্ন ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করতেন। একই কায়দায় মঙ্গলবার ষাটোর্ধ্ব
এক বৃদ্ধকে জিম্মি করেন রেখা ও তার দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেখাসহ
তার সহযোগী আলী হিমকে গ্রেফতার করা হয়। এ সময় আরও দুইজন পালিয়ে যান। তাদের গ্রেফতারে
অভিযান অব্যাহত রয়েছে।
ওআ/