বঙ্গবন্ধুর সমাধিতে মেয়র আশরাফুল আলমের শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে মুকসুদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
রোববার (১৯ জুন) দুপুরে মুকসুদপুর পৌরসভার মেয়র মো. আশরাফুল আলম শিমুল সদ্য নির্বাচিত সকল কাউন্সিলর ও বিপুল সংখ্যক কর্মী- সমর্থকদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি সকলকে সাথে নিয়ে '৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্লা, সংরক্ষিত কাউন্সিলর রিয়া রহমান রিতা, তাসলিমা ইয়াসমিন লাইজু, মুক্তা বেগম, সাধারণ কাউন্সিলর মো. কাজল শেখ, শরিফুল ইসলাম আমির হোসেন, নেয়ামত আলী খান, মো.বিল্লাল মোল্লা, মো.জাকির হোসেন, মো.জাহিদ হোসেন মোল্লা, আনোয়ার হোসেন আনু, মো.খবির উদ্দীন মুন্সী, নূর আসাদ মৃধা সহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পরে মেয়র মো. আশরাফুল আলম শিমুল বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
জি আই/