সিলিং ফ্যানের ভিতরে মিললো হেরোইন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সিলিং ফ্যানের ভিতরে মিললো হেরোইন

শেরপুর প্রতিনিধি: অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে মাদক চোরাচালান করে আসছেন মাদক ব্যবসায়ীরা। একের পর এক কৌশল করে এ ব্যবসা সচল রাখছেন একদল মাদক বিক্রেতা। দিনে দিনে নানা ধরনের কৌশলে মাদক বিক্রি করে যাচ্ছেন তারা। তবে এদেরকে দমন করতে মাঠে তৎপর রয়েছে শেরপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এদিকে গতকাল মঙ্গলবার রাতে শেরপুর পৌর শহরের  খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে কৌশলে মাদক বিক্রি করতে এসে ডিবির হাতে গ্রেফতার হয়েছেন এক মাদক ব্যবসায়ী। সিলিং ফ্যানের ভিতরে হেরোইন নিয়ে এসে গ্রেফতার হন মো. ফজলুল হক পিপার (৪৩)। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা পশ্চিম পাড়া এলাকার মৃত সাজ্জাদ হোসেন এর ছেলে।

ডিবির ওসি মো. রেজাউল হক বলেন,  মাদক বিক্রি করতে চোরাকারবারিরা নানা কৌশল বেছে নিয়েছেন। এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার সিলিং ফ্যানের ভিতরে শ্রীবরদী থেকে শেরপুরের উদ্দেশ্যে মাদক নিয়ে আসলে খোয়ারপাড় মোড়ে গ্রেফতার হন ফজলুল হক পিপার। পরে সে সিলিং ফ্যানের ভিতরে মিলে ১৭ গ্রাম হেরোইন। যার বাজার মূল্য আনুমানিক প্রায় দুইলক্ষ টাকা। তবে যতই কৌশল অবলম্বন করুকনা কেনো আমরা মাদক বিরোধী অভিযানে তৎপর রয়েছি। যেকোন মূল্যে এদের দমন করা হবে। 

গতকালের এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন দক্ষ চৌকস জেলা গোয়েন্দা শাখার উপ-পুলিশ পরিদর্শক এসআই আজিজুল হাসান এর আগেও তিনি মাদক বিরোধী অভিযানে ব্যাপক সাহসিকতার সহিত বিপুল পরিমান মাদক উদ্ধার এবং ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। 

এসএ/