চুয়াডাঙ্গায় মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলায় ট্রাক্টরের চাকায় ধাক্কায় মিন্নাল হোসেন(২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৮ টার দিকে উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা বাজারের আরামডাঙ্গা বটতলায় এদূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ করা করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জুয়েল ও মিমপেক্স এগ্রোক্যামিকেলস লিঃ কোম্পানির ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেলযোগে কার্পাসডাঙ্গা থেকে রওনা হয়ে কবরস্থানমোড়ে দিকে যাচ্ছিলো মিন্নাল হোসেন। আরামডাঙ্গা বটতলার নিকট পৌছালে পিছন থেকে দ্রুত গতিতে আসা মাটি বোঝায় একটি ট্রাক্টর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে মিন্নাল ছিটকে পাকা রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জুয়েল জনবাণীকে বলেন, “মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আই ব্যবস্থা নেওয়া হবে।”
এসএ/