ফুলবাড়িয়ায় পাটচাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফুলবাড়িয়ায় পাটচাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায়"সোনালী আঁশের সোনার দেশ,জাতির পিতার বাংলাদেশ " এই প্রতিপাদ্য কে সামনে রেখে, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প পাটচাষী প্রশিক্ষণ কর্মসূচি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

২২ জুন, বুধবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর  আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিমের সভাপতিত্বে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাট উন্নয়ন অফিসার মোঃ আজমত আলী আকন্দ, উপজেলা পাট উন্নয়ন অফিসার মোঃ মামুনুর রহমান,মুক্তিযোদ্ধা মোঃ মাহতাব উদ্দিন  প্রমুখ। 
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ দেলোয়ার হোসেন ও পৃতীষ চন্দ্র পাল বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১৫০ জন পাটচাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর ও পাট বীজ উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে পাটের তৈরী বেগ ও সম্মানী প্রদান করা হয়। 

জি আই/