আনোয়ারায় অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আনোয়ারায় অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(২২ জুন)দুপুর ১২ টার দিকে বরুমচড়া সওদাগর দিঘির দক্ষিণ পাশ খাদেম আলী শাহ (র:) সড়কের পাশ থেকে স্থানীয়রা লাশটি দেখেতে পেয়ে পুলিশে খবর দিলে আনোয়ারা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, দুপুরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ নবজাতকরে লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

জি আই/