ফের ৩ নবজাতকের নাম স্বপ্ন-পদ্মা-সেতু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফের ৩ নবজাতকের নাম স্বপ্ন-পদ্মা-সেতু

নারায়ণগঞ্জের বন্দর থানার নবীগঞ্জে নবজাতক তিন সন্তানের নাম স্বপ্ন-পদ্মা-সেতু'র পর এবার বরিশালে এক মায়ের তিন সন্তানের জন্ম হয়েছে। তাদেরও নাম রাখা হয়েছে স্বপ্ন-পদ্মা-সেতু।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ৯টায় বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সার্জন ডা. মুন্সী মোমিনুল হক জনবাণীকে জানান, ‍“অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতক ভূমিষ্ঠ হয়। তারা সকলেই কন্যা। নববজাতক ৩ জন ও মা সুস্থ রয়েছেন।”

জানা গেছে, বাবু সিকদার- নুরুন নাহার দম্পতির সন্তান তারা। বাবু ভাড়ায় মোটরসাইকেল চালান।

চারদিকে এখন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি। মোটরসাইকেল চালকেরও প্রস্তুতি ছিল সমাবেশে যাওয়ার। কিন্তু তার আগেই প্রসববেদনা শুরু হয় স্ত্রীর। একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করালে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় তিন কন্যা। খুশিতে নাম রাখেন স্বপ্ন, পদ্মা ও সেতু।

নবজাতকদের বাবা বাবু সিকদার জনবাণীকে জানান, “তার বাড়ি বরিশাল সদর উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া গ্রামের নিমতলা স্ট্যান্ড নামক স্থানে।”

এরআগে তিন সন্তান জন্ম দেওয়ার পর স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামে তাদের নামকরণ করায় এনি বেগমকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসএ/