পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে রামগঞ্জ থানা পুলিশের শোভাযাত্রা!!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বহুল প্রতিক্ষিত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শনিবার (২৫ জুন)রামগঞ্জ থানা পুলিশ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে।
সকাল ১০টায় রামগঞ্জ থানা পুলিশের উদ্যেগে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামগঞ্জ থানা প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভায় মিলিত হন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হকের সার্বিক তত্বাবধানে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহম্মেদ ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মাহাবুব খাঁন ফাহিমসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।
জি আই/