পদ্মা সেতু উদ্বোধন : ঘোড়াঘাট থানা পুলিশের শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
“আমার টাকা, আমার সেতু”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকালে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু হাসান কবিরের নেতৃত্বে শোভাযাত্রাটি থানা চত্তর থেকে বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
অনুষ্ঠিত শোভাযাত্রায় ঘোড়াঘাট থানার ওসি তদন্ত মোঃ মমিনুল ইসলাম, ঘোড়াঘাট থানা ট্রাক, ট্যাংলড়ী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মুরাদ হাসান, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল, সহ সভাপতি শামীম আক্তার, উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক কাজী মামুন, পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ থানার সকল সদস্যবৃন্দ, স্থানীয় লোকজন ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
জি আই/