চট্টগ্রামে সদ্য বিদায়ী মেয়রকে ঘরে ঢুকে প্রহার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চট্টগ্রামে সদ্য বিদায়ী মেয়রকে ঘরে ঢুকে প্রহার

চট্টগ্রাম প্রতিনিধি: পৌরসভা ভোটের দু’দিনের মাথায় চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার সদ্য বিদায়ী মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে ঘরে ঢুকে মারধর করেছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার মিয়ারবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। মারধরের সময় ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘তুই এমপির সঙ্গে বেয়াদবি করছিস কেনো’- এমন প্রশ্ন তুলে ওই দুর্বৃত্তরা একপর্যায়ে মেয়র সেলিমের শার্টও ছিঁড়ে ফেলে। এমপির সাথে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের। পরে খবর পেয়ে পুলিশ সেলিমুল হক চৌধুরীকে উদ্ধার করে তার বাসায় পৌঁছে দেয়।

এক সময় ঘনিষ্ঠতা থাকলেও গত কয়েক বছর ধরে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সাথে বিরোধে জড়িয়ে পড়েন বাঁশখালী পৌরসভার বিদায়ী মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী। এ ঘটনায় ৪ জনকে আসামি করে বুধবার বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন শেখ সেলিমুল হক চৌধুরী।

এসএ/