স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হলেন যশোরের সর্বস্তরের মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের সাক্ষী হলেন যশোরের সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল ময়দানে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখার আয়োজন করা হয়। এখানে নেতৃত্বদেন জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। টাউন হল ময়দানে নানা বয়সের নারী-পুরুষরা অংশ নেন।
সকাল সাড়ে ৯টা থেকে টাউন হল ময়দানে আসতে শুরু করে তারা। দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে তারা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে আগতরা জানিয়েছেন,পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পেরে তারা গর্বিত ও আবেগাপ্লুত। নয় মাস যুদ্ধের পর স্বাধীনতা অর্জন যতটা আনন্দদায়ক ছিল আজকের পদ্মা সেতুর উদ্বোধন সেই আনন্দ বইয়ে দিয়েছে সবার মাঝে। সেইসাথে এ সেতু যশোর অ লের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে বলে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে আগতরা।
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বেলা ৩টায় পুলিশের উদ্যোগে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এখানে নেতৃত্ব দেন যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার। সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কারেক্টরেট ভবনে স্ট্রাক্চারাল লাইটিং উদ্বোধনীও আতশবাজি উৎসবের আয়োজন করা হয়েছে।
জি আই/