পদ্মা সেতুর উদ্বোধনের দিনে উৎসবের আমেজ মুক্তাগাছায়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে মুক্তাগাছায় উৎসবের আমেজ বিরাজ করছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে মুক্তাগাছা থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, উপজেলা প্রশাসন ও পেীরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে নানা অনুষ্ঠান পালন করেছে। প্রধানমন্ত্রী কর্তৃক সেতু উদ্বোধনের পর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে। সব মিলে স্বপ্নের সেতু উদ্বোধনের মাহেন্দ্র ক্ষন ঘিরে মুক্তাগাছা উৎসবের শহর রূপ নেয়।
গতকাল শনিবার সকালে মুক্তাগাছা থানা পুলিশের উদ্যোগে আনন্দ র্যালি করে। এসময় ব্যান্ডের তালে তালে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালিতে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শিদা আক্তার কাকলী, থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, ওসি তদন্ত চাঁদ মিয়া, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম প্রমুখ। পরে বড় পর্দায় পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
জি আই/