লিঙ্গ পরিবর্তন করবে তবুও সমকামী সঙ্গীকে ছাড়বে না!
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
সমকামী মহিলা যুগল। একই সঙ্গে জীবন কাটানোর অকাট্য ইচ্ছা। কিন্তু পরিবারের বিরোধিতা এবং সমাজের বাঁকা দৃষ্টি। পরিবারের দাবি, জীবনসঙ্গী হিসেবে ছেলেকেই বেছে নিতে হবে। পরিবারের সেই দাবি মেনে তাই লিঙ্গই পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন ওই যুগলের একজন। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা।
জানা যায়, অস্ত্রোপচার করা মহিলা এবং তাঁর বান্ধবী অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ। কিন্তু পরিবার তাঁদের এই সম্পর্ক মেনে নেয়নি। প্রেমের কথা জানাজানি হয়ে গেলে প্রতিবেশীদের কটাক্ষের শিকার হতে হয় যুগলকে। তাঁদের সম্পর্ক "অবৈধ " বলে চাপ আসতে থাকে পরিবারের তরফ থেকে। জানিয়ে দেওয়া হয়, বিয়ে করতে হলে কোনও ছেলেকেই করতে হবে। এরপরই তাঁরা সিদ্ধান্ত নেন, পরিবারের দাবি মেনে নিয়ে একজন অস্ত্রোপচার করিয়ে পুরুষ হয়ে যাবেন। প্রয়াগরাজের স্বরুপ রানি নেহরু হাসপাতালে ওই মহিলার লিঙ্গ পরিবর্তনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে অস্ত্রোপচার করতে গিয়ে মহিলার বক্ষ যুগলের পুর্নগঠন নিয়ে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয় চিকিৎসকদের।
চিকিৎসকরা সাংবাদিকদের জানান, ‘এই অস্ত্রোপচার বেশ কয়েকটি ধাপে হবে। সমস্ত প্রক্রিয়া শেষ হতে প্রায় আরও দেড় বছর লাগবে। তারপরই একজন সম্পূর্ন পুরুষ হয়ে উঠবেন ওই মহিলা।’
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহিলার অস্ত্রোপচার করা চিকিৎসক মোহিত জৈন জানান, “মহিলাকে "টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট" থেরাপি দেওয়া হবে। এই প্রক্রিয়াতে মহিলার বুকে চুল গজিয়ে উঠবে।”
তিনি আরও জানান, “লিঙ্গ পরিবর্তনের পর ওই মহিলার গর্ভবতী হওয়ার আর কোনও অবকাশ থাকবে না।”
এসএ/