পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বদরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুন) রাতে থানার বালিকা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।
পরিবারের সদস্যরা সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে বদরুলকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, শিশুটি স্থানীয় একটি মাদরাসায় নার্সারিতে পড়ালেখা করে। মাদরাসা শেষে প্রতিদিনে সে একাই বাড়ি ফেরে। তার মা একজন গার্মন্টেসকর্মী।
অন্যদিনগুলোর মতো গত ২৬ জুন শিশুটি মাদরাসা থেকে বাসায় আসে। পরে একই কলোনির ভাড়াটিয়া বদরুল ইসলাম ঘরে ঢুকে খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের হয়েছে।
জি আই/